থেকেই। আঁকাআঁকির প্রতি ভালবাসা থাকলেও সেটা সবসময় “শখ” পর্যন্তই ছিল। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার সময় হয়ত সেজন্যই সেটা চাপা পরে যায়। এছাড়াও ব্যাকটেরিয়া-ভাইরাসের জীবন কাহিনী পড়তে পড়তেই অনার্সের ৪টা বছর কেটে যায়। এরপর একই বিষয়ে মাস্টার্সের উদ্দেশ্যে, নতুন একক জীবন শুরু হয় আমেরিকার সাউথ ক্যারোলাইনার ক্লেমসন নামক ছোট্ট এক শহরে। ক্লেমসন
ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সময়ই মূলত আঁকাআঁকির প্রতি ভালবাসাটা আবারো জেগে উঠে। দেশ ছেড়ে এতদূরে একা থাকার কারণেই হোক, বা ল্যাবে ব্যাকটেরিয়ার নানা রকম ষড়যন্ত্রের কারণেই হোক, মন খারাপ ছিল নিত্যসঙ্গী। এই মন খারাপ ভাব কাটানোর জন্য শুরু হয় ছবি আঁকা। প্রতিদিনের ছোট ছোট ঘটনা গুলো কার্টুন হয়ে উঠে আসে কখনো কাগজে, কখনো ব্যাকটেরিয়ার মিডিয়ায় (সর্বশেষ কমিক স্ট্রিপের ৫
নাম্বার ফ্রেম দ্রষ্টব্য!), আবার কখনো ফোনে, ছবি আঁকার অ্যাপে। সেই থেকেই ডিজিটাল মিডিয়ার প্রতি ভালবাসা জন্মে। এর মধ্যে মাস্টার্স পাশ করে দেশে ফিরে ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন (এবারে মাইক্রোবায়োলজির লেকচারার হিসেবে!) করলেও ছবি আঁকা চলছে… চলবে!