দুর্জয় এর ইতিহাস জানাচ্ছেন তার বাবার বন্ধু সাইদুল হক। একসময়ের কিকি বক্সিং এ তরুণদের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দুর্জয়ের কিভাবে এই হাল হল টা বলে যাচ্ছেন তিনি, ঘটনা এগোচ্ছে খুব দ্রুত। দুর্জয়ের মা রেহানা মনসুর, তাঁর আবিষ্কার করা এন্টি ড্রাগ ফর্মুলা মাথা খারাপ করে দিয়েছে বাংলাদেশসহ পৃথিবীর আরো অনেক অবৈধ ড্রাগ ব্যবসায়ীর, মায়ের সাথে ঝগড়া করে বের হয়ে আবার বাসায় ফিরে আসছে সদ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দুর্জয়, এমন সময় বাসা থেকে অদ্ভুত শব্দ শুনতে পেল সে, আশপাশ থমথমে, ভেসে আসছে লাউড স্পিকারে ব্যান্ড এর গান- যা তার মা একেবারে পছন্দ করে না। তবে?