হরর কমিকস প্রতিযোগিতা
এই মুহুর্তে চলছে আমাদের হরর কমিকস প্রতিযোগিতা। কমিকস আঁকিয়েরা পাঠিয়ে দিন আপনার মাথায় কিলবিল করা সব ভূতের গল্প, এঁকে ফেলুন একটা হরর ছোট গল্প। পাঠিয়ে দিন আমাদের ইমেইলে, ভাল কাজ সবই আমরা পাবলিশ করবো আমাদের ওয়েব কমিকস পোর্টালে। আর সেরা কমিকস গুলো পাঠকের ভোট/ কমেন্ট/ শেয়ার ইত্যাদির ভিত্তিতে এক করে এমনকি ছাপাও হতে পারে অতি শিঘ্রী। তাই দেরি না করে আঁকতে বসে যান আপনার ভূতের কমিকস।
নিয়ম
- ১. পেইজের মাপ পাশে ৭ ইঞ্চিX লম্বায় ৯.৫ ইঞ্চি
- ২. আঁকতে হবে সাদা-কালোয়। বড়জোড় আর একটা রং ব্যবহার করা যাবে। যেমন, কালো- লাল, কালো- হলুদ- ইত্যাদি।
- ৩. প্রতিযোগিতার জন্যে পাঠাতে হবে নভেম্বর এর ১০ তারিখের মধ্যে।
- ৪. অন্তত ৩০০ রেজোলিউশনের ফাইল পাঠাতে হবে আমাদের ইমেইলে [email protected]
- ৫. হাতে আঁকা বা ডিজিটাল যে কোন মিডিয়াই চলবে।
যা করা চলবে না
- ১. অন্য কাজ কপি
- ২. অতি ভাইয়োলেন্স বা দৃশ্যত অতি অশ্লীল (গল্পের প্রয়োজনে প্রাসঙ্গিকভাবে আনতে পারলে অনেক কিছুই গ্রহণযোগ্য)
- ৩. হাতে আঁকা কাজ ক্যামেরায় ছবি তুলে দিলে হবে না, স্ক্যান করে দিতে হবে।
বিচারপ্রক্রিয়া
- বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে সম্মানিত জুরি বোর্ড (৬০%) এবং পাঠক প্রতিক্রিয়া (৪০%) উভয়ই বিবেচিত হবে।
- পাঠক প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে একটি কমিক্সের শেয়ার সংখ্যা এবং তার প্রাপ্ত রেটিং, উভয় বিষয় বিবেচিত হবে।
পুরস্কার
- বিচারপ্রক্রিয়ায় উত্তীর্ণ কমিক্সগুলো নিয়ে পরবর্তীতে একটি হরর সংকলন প্রকাশিত হবে।
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবেন ক্রেস্ট
- প্রকাশিত সকল কমিক্সের আঁকিয়েরা পাবেন সার্টিফিকেট।