কলেজের পাট শেষ করে তনুর ভার্সিটির যাত্রা শুরু। ভার্সিটিতে ভর্তির সুবাদেই তনুর হলে থাকা। আর আমরা সবাই জানি হলে থাকা মানেই রোমাঞ্চকর সব ঘটনা। তনুর হলে কি রোমাঞ্চকর ঘটনা ঘটল তা জানতে হলে পড়তে হবে এবারের পর্ব। আমার প্রথম ছাত্রী হল দেখার সূযোগ হয়, আমি যখন ক্লাস ফাইভে পরি। তখন আম্মুর সাথে আমার খালাতো বোন, সনি আপুকে, হলে সেটেল করতে যাওয়া। প্রায় প্রত্যেক বৃহস্পতিবার সনি আপু ক্লাস শেষে আমাদের বাসায় চলে আসত ছুটির দিনগুলো থাকতে। সনি আপুর কাছে রাতভর আমরা দুই বোন(আমি এবং আমার বড় বোন, অনি আপু) মুগ্ধ হয়ে হল এর গল্প শুনতাম। সেই ছোট্টবেলার গল্পের সাথে অনি আপু, জিনিয়া আপু এবং নিক্কন(আমার বন্ধু) এর হলের বাস্তব অভিজ্ঞতা মিশ্রনে তনুর এইবারের গল্প।

-বুশরা ফেরদৌসী