Description
স্কুল পড়ুয়া সাধারণ একটা ছেলে জিতু, হঠাত একদিন কোত্থেকে কিভাবে এক অদ্ভুত প্রানি (নাকি ভূত?) এসে জুটলো তার ব্যাগের মধ্যে। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারলো ভূত হোক বা যা-ই হোক টিইইইই আসলে খুব ভালো। সেই থেকে তারা খুব ভালো বন্ধু। টিইইইই-এর কথা জিতু কাউকে বলেনি, কিন্তু কিভাবে যেন অনেকেই জেনে গেছে, আর সেই সাথে পিছনে লেগে আছে টিইইইই কে তুলে নিয়ে যাবার জন্য। কিন্তু তা কি আর হতে দেয়ে জিতু? সারাক্ষণ তার ব্যাগেই থাকে টিইইইই। আর আশ্চর্য সব উপায়ে তাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচায়। জিতু আর টিইইই-এর এই আশ্চর্য মজার জগতে তোমাদের স্বাগতম।







