Description
বাংলাদেশে তেমন কোনো উল্লেখযোগ্য কাল্পনিক সুপারহিরো চরিত্র নেই। কিন্তু আমাদের কাল্পনিক সুপারহিরোর প্রয়োজনও নেই। কারণ, বাস্তব জীবনের অসংখ্য সুপারহিরো আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছেন। তবে আমাদের আসল সুপারহিরো আমাদের বীর মুক্তিযোদ্ধারা। সুপারহিরোদের যেমন সুপারপাওয়ার থাকে, তেমনি আমাদের বীরশ্রেষ্ঠদের সুপারপাওয়ার ছিল তীব্র দেশপ্রেম আর অসীম সাহস। তাঁদের ত্যাগ আমাদের মধ্যেও এসব সুপারপাওয়ার জন্মানোর শিক্ষা দেয়। এত দিন আমরা ছাপার অক্ষরে তাঁদের কথা পড়েছি। এবার একাত্তরের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অসাধারণ আত্মত্যাগের কাহিনি কমিকসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শহীদজননী জাহানারা ইমামের লেখা থেকে।








