সোলেমানী আংটি নিয়ে চলছে লড়াই। পাপ্পু সেই আংটির যোগ্য উত্তরসূরি, কিন্তু দুর্জনেরা পাপ্পুর থেকে আংটি ছিনিয়ে নিতে অপহরণ করেছে পাপ্পুর বাবা-মাকে। পাপ্পু কী পারবে তার বাবা-মাকে উদ্ধার করতে? সে কী আংটির অধিকার ছেড়ে দেবে?