সিগন্যাল কলোনি, মংলা বন্দরের কাছে এক অবহেলিত জনগোষ্ঠী। যাদের বছরের একটা বড়ো সময় ভুগতে হয় পানির হাহাকারে। একদিকে লবণাক্ত পানি, আর অন্য দিকে সুপেয় পানির দুষ্প্রাপ্যতা তাদেরকে ঠেলে দিচ্ছে মানবেতর জীবনের দিকে। তাদের মধ্যে একজন শিল্পী আক্তার, তার চোখে জেনে নেই সিগন্যাল কলোনির দুঃখের কথা।
আইসিসিসিএডি (ICCCAD) এর তত্ত্বাবধানে মোঃ লুৎফর রহমানের গবেষণা সহায়তায় প্রকাশিত।