ঢাকা কমিকসের হরর সিরিজ ওয়েব কমিক্স শুরু হল। নিয়মিতভাবে হরর জনরার কমিক্স এখানে আপ হবে। পড়া যাবে একেবারে ফ্রি! আর হ্যাঁ ভাল সব গল্প মিলিয়ে আমরা বছরে একবার একটা সংকলন করবো, যা প্রিন্ট আকারে চলে আসবে বাজারে। সুতরাং হরর লাভারস, পড়তে থাকুন আমাদের হরর কমিকস।
মেয়েদের কমিকস প্রতিযোগীতা ২০২৩
কমিকস এ বারবার সেই সুপারহিরো (যার বেশিরভাগই ছেলে ) সেই মারামারি (এবারেও বেশিরভাগই…) সেই মাচো, হার্ডরক ক্রাইম ফিকশন। সেই হরর আর মার্ডার মিস্ট্রি- যা সল্ভ করছে কোন মুখে সিগার ফোঁকা খোঁচা খোঁচা দাঁড়ির ড্যামকেয়ার লাউড কোন পুরুষ। কিন্তু মেয়েদের গল্পটা কই? সেটা বলুক এবার তারাই। ঢাকা কমিক্স আয়োজিত মেয়ে কমিকস আর্টিস্ট+ কার্টুনিস্টদের কমিকস প্রতিযোগীতা -২০২৩ এ জমা পড়া এমন নির্বাচিত ১০ টি কমিকস নিয়ে এই পোর্টাল। পড়ে কমেন্টে জানান আপনার মন্তব্য। আর পছন্দ হলে লিখে দিন ‘ভোট’ বা Vote। আপনার ভোটিং ও মন্তব্য চুড়ান্ত বিজয়ী নির্বাচনে ২০% নাম্বারিং এর জন্য গণ্য হবে।